দেবহাটা অফিস।। হিন্দুধর্ম বিশ্বাসে সরস্বতী বিদ্যা, বাণী আর সুরের অধিষ্ঠাত্রী দেবী। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে শুভ্র রাজহংসে চেপে দেবী সরস্বতী আসেন জগতে। সোমবারের পঞ্চমী তিথিতে অগণিত ভক্ত বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠার্থী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন।এই মহাক্ষনে দেবহাটার শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠান ও মন্দিরে বিশেষ পূজার আয়োজন করেছে। এ বছরের শুক্লপক্ষের পঞ্চমী তিথি শুরু হয়েছে, যাপূজায় মণ্ডপগুলোতে শুরু হচ্ছে অর্চনা। দেবহাটার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মন্দির ও মণ্ডপে পূজা উদযাপিত হয়েছে মহাধুমধামে। যা দৃশ্যতঃ বর্ণিল উৎসবে পরিণত হয়। কলেজে সহ অপরাপর শিক্ষা প্রতিষ্ঠানে পালিত হয়েছে ঙ্গানের দেবী সরস্বতি পূজা। প্রতিবারের মতো এবারও উপজেলার সবখানে শিক্ষার্থীরা তৈরি করেছেন দৃষ্টিনন্দন প্রতিমা, যা দর্শনার্থীদের মাঝে বিশেষ আকর্ষণ সৃষ্টি করেছে।