সাতক্ষীরায় উদ্বোধন হলো গাড়ি বিক্রয় প্রতিষ্টান “অশোক লেল্যান্ড” এর সার্ভিস সেন্টার। মঙ্গলবার সকালে সাতক্ষীরার কাশেমপুর বাইপাস সড়ক সংলগ্ন হাজী মার্কেটে এই সার্ভিস সেন্টারের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে সার্ভিস সেন্টারের উদ্বোধন করেন ইফাদ অটো সার্ভিসেস লিমিটেড—এর হেড অফ বিজনেস আব্দুল্লাহ আল এহসান। প্রবীণ আইনজীবী এড. একেএম শহীদউল্যাহ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশিস বানষোডে, সুমন মুখার্জি, মোঃ মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ মনজুরুল আলম, সাতক্ষীরায় অশোক লেল্যান্ড সার্ভিস সেন্টারটি পরিচালনা করবেন আদর্শ সার্ভিস সেন্টার এর সত্বাধিকারি মনিরুজ্জামান সবুজ।