বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

কালিগঞ্জে সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার পরিচিতি সভা ও সম্মাননা স্মারক প্রদান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জে সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার আয়োজনে এবং হাজী পিওর ড্রিংকিং ওয়াটারের স্বত্বাধিকারী আলহাজ্ব আব্দুর রবের উদ্যোগে সংস্থার সদস্যদের সাথে পরিচিতি সভা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১১টায় মথুরেশপুর ইউনিয়নের মুকুন্দপুরে সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সংস্থার নির্বাহী পরিচালক ফরহাদ রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস। সাংবাদিক এম, হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম, আকরাম হোসেন, উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা আসাদুজ্জামান, সাংবাদিক শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, শেখ আনোয়ার হোসেন, সমাজসেবক ও রাশিয়া প্রবাসী আলহাজ্ব শেখ আব্দুর রব, ছাত্র সমন্বয়ক মারুফ হাসান এবং সংস্থার সহ—সভাপতি হাসিনা পারভীন। এসময় সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার পক্ষ থেকে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। উল্লেখ্য সংস্থার তথ্য অনুযায়ী, তাদের মোট সদস্য সংখ্যা ২৬৬ জন, যাদের সবাই শারীরিকভাবে প্রতিবন্ধী ও শিক্ষিত। এর মধ্যে ১৬০ জন বিএ পাশ, ১০০ জন আইএ পাশ এবং ৬ জন এসএসসি পাশ করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছে। প্রতিবন্ধী হয়েও তারা পরিবার ও সমাজের বোঝা হতে চায় না। ইতোমধ্যে সংস্থার ৪৬ জন সদস্য দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরিরত রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com