বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার নূরনগর বাজার থেকে সাইকেল চুরির ঘটনা ঘটেছে। ঘটনা সূত্রে জানাযায়, গতকাল বেলা সাড়ে ১২ টার দিকে নূরনগর পালপাড়া সংলগ্ন রিয়া স্টোর মুদির দোকানের প্রোঃ হরিদাস সাহা (মানা) তার দোকানের জন্য মাল ক্রয়ের উদ্দেশ্যে দোকানের কর্মচারী পার্শ্ববর্তী রতনপুর ইউনিয়নের সুবর্ণগাছি গ্রামের গোলাম হোসেনের পুত্র মিয়ারাজ হোসেনকে নূরনগর বাজারের ভিতরে নগেন্দ্রনাথ স্টোর প্রোঃ দেবদাস সাহা দেবু এর দোকানে পাঠায়। মিয়ারাজ দেবুর দোকানের সামনের গলিতে সাইকেল রেখে মাল ক্রয়ের জন্য তার দোকানে যায়। মালামাল ক্রয় শেষে ফিরে এসে দেখে তার সাইকেল নাই। সাইকেলটি কে বা কারা চুরি করে নিয়ে গেছে। হতাশাগ্রস্ত হয়ে সাইকেল চুরির বিষয়টি তাৎক্ষণিকভাবে মিয়ারাজ দোকান মালিক এবং বাজার কমিটির সাধারণ সম্পাদককে অবগত করেন। সাইকেল চুরির বিষয়ে বাজার কমিটির সাধারণ সম্পাদক কাশীনাথ দেবনাথ দৈনিক দৃষ্টিপাতকে জানান, দীর্ঘদিন যাবত সঙ্ঘবদ্ধ একটি চোর চক্র সাথে কিছু বখাটে মাদক সেবী বাজার থেকে মালামাল সহ সাইকেল চুরি করছে। আমরা অনেক সন্ধান করেও তাদের কোন খোঁজ পায়নি। বাজারের সিসি ক্যামেরা বন্ধ থাকায় চোর সনাক্ত করা সম্ভব হয়নি। বাজারের চুরি বন্ধ করতে পুলিশ প্রশাসন সহ উদ্ধতন কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি।