স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা সদর উপজেলা বাঁকাল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু। শনিবার ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনের লক্ষ্যে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রতিদ্বন্দি প্রার্থী শেখ মমতাজুর রহমান ৩ ভোট পেয়ে পরাজিত হয়েছেন এবং পৌরসভার ৬নং ওয়ার্ড কমিশনার শেখ মারুফ আহমেদ পেয়েছেন ০ ভোট। নির্বাচনে প্রিজাইডিং অফিসার ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মাখন লাল, শিক্ষক প্রতিনিধি মিসেস আঞ্জুমানয়ারা, শেখ মোস্তাফিজুর রহমান, মো: কামরুজ্জামান, অভিভাবক সদস্য শেখ কোরাইশী, মোঃ দোলন হোসেন, শামীম হোসেন, মুনছুর আলী, রাশিদা বেগম প্রমুখ। নব নির্বাচিত সভাপতি ও সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু বলেন তিনি বিদ্যালয়ের উন্নয়নে ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে কাজ করবেন। তিনি বিদ্যালয়টি সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে পরিচালনার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।