কালিগঞ্জ ব্যুরো \ কালীগঞ্জে পিএসজির কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ ফেব্রুয়ারি বুধবার বিকাল সাড়ে তিনটায় কালিগঞ্জ প্রেসক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অ্যাম্বাসেডর মাহফুজা খাতুন। বিগত সভার কার্যবিবরণী উপস্থাপন করেন পিএফজি কো অর্ডিনেটর (কালিগঞ্জ) সুকুমার দাস বাচ্চু। শান্তি সম্প্রীতিও সহাবস্থার নিশ্চিতকরণের কালীগঞ্জ পিএফজির সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভায় বক্তব্য রাখেন এরিয়াকো অর্ডিনেটর এম রাজু জাবেদ, শেখ শফিকুল ইসলাম বাবু, শেখ আনোয়ার হোসেন, ইলা দেবী মল্লিক, অ্যাডভোকেট মোহাম্মদ জাফরুল ইব্রাহিম, হাফিজুর রহমান শিমুল, লাভলী পারভিন, প্রভাষক মহিবুল্লাহ, শেখ শরিফুল ইসলাম, হাফেজ আব্দুল গফুর, আম্মাদুল্লাহ বাচ্চু, মিলন কুমার ঘোষ,শান্তি কুমার দাস প্রমুখ। পিএফজি গ্রুপ রাজনৈতিক ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসনে দল মত নির্বিশেষে কালিগঞ্জ এলাকার সকল জনগণকে সাথে নিয়ে আগামীতে কাজ করার লক্ষ্যে বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করে। তদমধ্যে রয়েছে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা পরিহার এবং সম্প্রীতি প্রতিষ্ঠার আহবানে নাটক “কেদারা” মন্তস্থ। এছাড়া আন্ত ধর্মীয় উপ কমিটি গঠন করা হয়।