বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
এই প্রজন্মের প্রতি কৃতজ্ঞতা আদায় করা প্রয়োজন: জামায়াতের আমির সংস্কার বাস্তবায়নের ওপর নির্ভর করবে নির্বাচন কবে: প্রেস সচিব হাসিনাকে বিচারের আওতায় আনতেই হবে, ছেড়ে দেওয়া যাবে না: তারেক রহমান কারণে—অকারণে অবরোধ, ধৈর্যের সীমা শেষ করে দিচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা পুরনো চার বিভাগকে চারটি প্রদেশ করার সুপারিশ আখেরি মোনাজাতে শেষ হলো প্রথম পর্বের বিশ্ব ইজতেমা লুট হওয়া পুলিশের অস্ত্র উদ্ধারে গতি নেই শ্যামনগরে বেড়েছে সরিষার চাষ, বাম্পার ফলনের সম্ভাবনা, কৃষকের মুখে আনন্দের হাসি শ্যামনগরে আওয়ামী লীগের লিফলেট বিতরনকালে আটক দুই কলারোয়ায় জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন ও পুরষ্কার বিতরণ

শত সহস্র নেতাকর্মী সমর্থকের ভালোবাসায় সিক্ত হলো জেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টার \ হাজারো দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উচ্ছ্বাস, উল্লাস, আনন্দস্রোতে, ভালোবাসায় সিক্ত হলো নব গঠিত সাতক্ষীরা জেলা বিএনপির রহমতুল্লাহ পলাশের নেতৃত্বাধীন আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ। সাতক্ষীরা শহরে গতকাল দুপুর হতেই শহরের কামাল নগর হতে খুলনারোডস্থ মোড়ে বিএনপির নেতাকর্মীরা উপস্থিত হতে থাকে। পৌর বিএনপির আয়োজনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ র্যালি শুরু হওয়ার পূর্বেই জনস্রোত পুরো সড়ক ব্যবস্থায় পূর্ণতা পায়। র্যালির পূর্বে দলীয় কর্মী সমর্থকের মুহুর মুহুর করতালী, স্লোগান আর জাতীয় ও দলীয় পতাকার সুশোভিত উড্ডয়নের মধ্যে অস্থায়ী সতেজ একে একে আহরন করেন জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, যুগ্ম আহ্বায়ক ডা: মনিরুজ্জামান সহ অপরাপর নেতৃবৃন্দ। পৌর বিএনপির আহ্বায়ক শের আলীর পরিচালনায় নব গঠিত কমিটির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ শত সহস্র কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেন আমি শ্রদ্ধার সাথে স্বরণ করছি স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশ রাষ্ট্রকে উন্নয়নে নেওয়ার রুপকার, সৎ, যোগ্য রাষ্ট্রপ্রধান, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আমার মাতা আপোষহীন নেত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী চেয়ারপারসন খালেদা জিয়ার ত্যাগ, বিচক্ষণতা, দেশপ্রেমকে আমি আমার মায়ের সুস্থতা কামনা করছি। বিএনপির কান্ডারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান অতি দুরদর্শী নেতা তারেক রহমান কতৃর্ক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একুত্রিশ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে যেয়ে গণমানুষের কাছে পৌছাতে হবে। সম্বর্থিত আহ্বায়ক সাবেক মন্ত্রী সাতক্ষীরার প্রবাদ পুরুষ খ্যাত এম মুনসুর আলীর সুযোগ্য পুত্র আরও বলেন, আমি বিগত দিনগুলোতে যেমন আমার দলের নেতাকর্মীদের সাথে ছিলাম, বর্তমানে আছি, আগামীতেও নিরলসভাবে থাকবো। বারবার জেলা বিএনপির দায়িত্ব পাওয়া রহমাতুল্লাহ পলাশ যখন বক্তব্য রাখছিলেন তখন নেতা কর্মীদের উচ্ছ্বাস এবং মুহুর মুহুর শ্লোগান ধ্বনিত হচ্ছিল। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন বিএনপি একটি বটবৃক্ষ, একটি প্রতিষ্ঠান, বিএনপিকে শত নির্যাতন করেও ধ্বংস করতে পারেনি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে চলেছে। ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনামুক্ত বাংলাদেশে স্বৈরাচারের দোসরদের অনেকে সক্রীয় হওয়ার চেষ্টা করতে তাদের কে প্রতিহত করা হবে। দলীয় নেতা কর্মীদের ঐক্যবদ্ধতার বিকল্প নেই। আমরা সকলেই যারা বিএনপি করি তারা একই পরিবারভূক্ত কোন ধরনের ভেদাভেদ থাকবে না। তিনি আওয়ামী দোসর এবং আওয়ামী সরকারের সুবিধাভোগীদেরও চিহ্নিত ফ্যাসিস্টদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান। আগামী সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি আসনই ধানের শীষ প্রতিক জয় পাবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন। সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, বলেন এই জনস্রোত প্রমান করে সাতক্ষীরার বিএনপি সুসংগঠিত। যুগ্ম আহ্বায়ক তাজকিন আহমেদ চিশতি বলেন সাতক্ষীরার মাটি বিএনপির ঘাটি। সাতক্ষীরাবাসি বারবার ধানের শিষকে জয়ী করেছে। ডা: মনিরুজ্জামান বলেন রহমাতুল্লাহ পলাশের নেতৃত্বাধীন জেলা বিএনপি ঐক্যবদ্ধ। সমাবেশ শেষে সুবিশাল আনন্দ র্যালী জাতীয় ও দলীয় পতাকা উড়িয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ, নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে শ্লোগানে শ্লোগানে সাতক্ষীরা শহর মুখরিত হয়। র্যারীতে বিপুল সংখ্যক মহিলা নেতৃবৃন্দ ও কর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়। অত্যন্ত শৃঙ্খলিত কয়েক কিলোমিটারের আনন্দ র্যালী সন্ধ্যার আগে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com