শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
উৎপাদন ব্যবস্থায় মনোযোগী এবং গতিশীলতাই শেষ কথা সরবরাহ এবং চাহিদা বাজার ব্যবস্থার নিয়ন্ত্রক আশাশুনি উপজেলা সমিতি ঢাকার কমিটি গঠন প্রতাপনগরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বিড়ালক্ষ্মী মহিলা দাখিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া ও পিঠা উৎসব অনুষ্ঠিত কুল্যায় জামায়াতের কর্মী সম্মেলন বুধহাটা বাজার মুদি ব্যবসায়ী সমিতির কমিটি গঠন শ্যামনগরে কৃষকের মাঝে প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণ বুধহাটা এবিসি কেজি স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান খুলনায় ১৪৫ বোতল ফেনসিডিল সহ আটক এক খুলনা জেলা যুবদলের আহ্বায়ক কমিটি গঠনে বটিয়াঘাটা যুবদলের শুভেচ্ছা মিছিল

দেশের ৯৪ শতাংশ মানুষ রেডিও শোনেন না

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

এফএনএস: দেশের ৯৪ শতাংশ মানুষ রেডিও শোনেন না বলে গণমাধ্যম নিয়ে জাতীয় জনমত জরিপে এমন তথ্য উঠে এসেছে। গতকাল বৃহস্পতিবার জুলাই আন্দোলনে গণমাধ্যমের ভূমিকা নিয়ে জনমনে ক্ষোভের প্রেক্ষাপটে পাঠক, দর্শক ও শ্রোতাদের মনোভাব জানার জন্য পরিচালিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এক জরিপে এ তথ্য জানা যায়। গণমাধ্যমের ব্যবহার নিয়ে জাতীয় পর্যায়ে ব্যাপকভিত্তিক এ ধরনের জরিপ দেশে এটিই প্রথম। অন্তর্বতীর্ সরকার গঠিত গণমাধ্যম সংস্কার কমিশনের জন্য জরিপটি করা হয়েছে। জরিপে বলা হয়, পরিসংখ্যানে রেডিওর অবস্থা বেশি নাজুক। ৯৪ শতাংশ মানুষ জানিয়েছেন তারা রেডিও শোনেন না। তাদের ৫৪ শতাংশ বলেছেন তারা রেডিও শোনার প্রয়োজন মনে করেন না। প্রায় ৩৫ শতাংশ অংশগ্রহণকারী রেডিও সেটের অপ্রাপ্যতার কথা উল্লেখ করেছেন। গণমাধ্যমবিষয়ক জাতীয় এ জনমত জরিপে, অংশগ্রহণকারীদের ৭৩ শতাংশ মানুষ জানিয়েছেন তারা মুদ্রিত সংবাদপত্র পড়েন না। কারণ হিসেবে ৪৬ শতাংশ অংশগ্রহণকারী জানিয়েছেন, খবরের কাগজ পড়ার প্রয়োজন মনে করেন না তারা। টেলিভিশনের ক্ষেত্রে এ হার ৫৩ শতাংশের বেশি। তবে জরিপে অংশ নেওয়া ৬৫ শতাংশ মানুষ জানিয়েছেন তারা টেলিভিশন দেখেন। এ বছর জানুয়ারি থেকে সাত জানুয়ারি দেশের ৬৪ জেলায় ৪৫ হাজার খানা (হাউজহোল্ড) থেকে ১০ বছরের বেশি বয়সের সদস্য থেকে উত্তর সংগ্রহ করা হয়েছে। এর মাধ্যমে গণমাধ্যমের বিস্তার, মানুষের সংবাদ গ্রহণের অভ্যাসের পরিবর্তন, গণমাধ্যমের ওপর মানুষের আস্থা, গণমাধ্যমের স্বাধীনতা ইত্যাদি বিষয় প্রতিফলিত হয়েছে। এতে দেখা গেছে, মুদ্রিত খবরের কাগজ না পড়লেও ৫৯ শতাংশ উত্তরদাতা মোবাইল ফোনে অনলাইন সংস্করণ দেখেন। কম্পিউটার, ল্যাপটপ বা ট্যাবে পত্রিকার অনলাইন সংস্করণ দেখেন বলে জানিয়েছেন আড়াই শতাংশ উত্তরদাতা। সামগ্রিকভাবে ৮৮ শতাংশ উত্তরদাতা জানান তারা গণমাধ্যমের জন্য মোবাইলফোন ব্যবহার করেন। এক্ষেত্রে কম্পিউটার ব্যবহারের হার ৭ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com