কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জে পেট্রোল ও বিচুলির দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। এতে করে দোকানের সব মালামালসহ একটি মোটরসাইকেল পুড়ে ছাই হয়েছে গেছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা ফুলতলা মোড়ে অবস্থিত বাজার গ্রামের ফারুক হোসেনের ছেলে ইকবাল হোসেনের মালিকানাধীন পেট্রোল ও বিচুলির দোকানে আকস্মিক ভাবে আগুন লাগে। পথচারী ও স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টিম স্টেশন ইনচার্জ ইকবাল হোসেন মৃধার নেতৃত্বে দ্রুত ঘটনাস্থলে পেঁৗছে আগুন নিয়ন্ত্রণে আসলেও দোকানের মধ্যে থাকা ব্যবসায়ি ইকবাল স্পেলেন্ডার মোটরসাইকেল (দাম ১ লাখ ৩৭ হাজার টাকা), প্রায় ৪০ হাজার টাকার পেট্রোল, বিচুলি, বাঁশ ও অন্যান্য মালামালসহ আনুমানিক ৩ লাখ টাকার সম্পদ পুড়ে যায়। অগ্নিকাণ্ডের সময় দোকান মালিক পাশেই অবস্থান করছিলেন। আগুনের লেলিহান শিখায় তার ডান হাতের কিছুটা পুড়ে গেছে। তাকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দোকানে রাখা দাহ্য পদার্থের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে।