এফএনএস: নারায়ণগঞ্জেরর সোনারগাঁয়ে উল্টো পথে যাওয়া একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী বাস। এ ঘটনায় নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধায় উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাচঁপুর সেতুর ঢালে দুর্ঘটনাটি ঘটে। কাচঁপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, উল্টোপথে আসা অটোরিকশাকে ধাক্কা দেয় বাস। ঘটনাস্থলেই তিনজন নিহত হন। লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনায় কবলিত বাস ও অটোরিকশা জব্দ করা হয়েছে। নিহতরা হলেন— অটোরিকশা চালক আনিসুর রহমান (২৩), অটোরিকশার যাত্রী কাকুলী আক্তার (৩৫) ও তার ছেলে আরিয়ান রাফি (৫)। নিহত কাকুলী গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার পশ্চিম সীচা এলাকার আসরাফুলের স্ত্রী। অটোরিকশা চালক আনিসুর রহমান রংপুর জেলার পীরগাছা থানার সুকান পুকুর এলাকার আব্দুল ওহাবের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় অটোরিকশাটি সেতুর ওপর দিয়ে উল্টো পথে কাচঁপুরের দিকে যাচ্ছিল। এসময় হিমালয় নামের যাত্রীবাহী বাসটি অটোরিকশাটিতে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।