এফএনএস স্পোর্টস: ইউরোপিয়ান ফুটবলের শীর্ষ ক্লাবগুলো গত শুক্রবার তাদের নিজ নিজ লিগে জয় পেয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেড, বায়ার্ন মিউনিখ এবং য়্যুভেন্তাস তাদের প্রতিপক্ষকে হারিয়ে জয়ের পথে এগিয়ে গেছে। এফএ কাপের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড লেস্টার সিটিকে ২—১ গোলে হারিয়েছে। ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে ববি দে করডোভার গোলে লিড নেয় লেস্টার সিটি। তবে দ্বিতীয়ার্ধে জোশুয়া জিরকজির গোলে সমতা আনে রেড ডেভিলরা। ম্যাচের ইনজুরি সময়ে লেস্টারের সাবেক ডিফেন্ডার হ্যারি মাগুয়েরের গোলে ম্যানচেস্টার ইউনাইটেড জয় নিশ্চিত করে। বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ ভেয়ার্ডার ব্রেমেনকে ৩—০ গোলে পরাজিত করেছে। প্রথমার্ধে গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে হ্যারি কেইন পেনাল্টি থেকে প্রথম গোল করেন। এরপর লেমারের ক্রসে লিরয় সানে দ্বিতীয় গোলটি করেন। ম্যাচের ইনজুরি সময়ে আরেকটি পেনাল্টি থেকে হ্যারি কেইন দ্বিতীয় গোল করে বায়ার্নের জয় পাকা করেন। ইতালিয়ান লিগে য়্যুভেন্তাস কোমোকে ২—১ গোলে হারিয়েছে। ম্যাচের ৩৪ মিনিটে কোলো মুয়ানির গোলে য়্যুভেন্তাস লিড নিলেও প্রথমার্ধের ইনজুরি সময়ে কোমো সমতা ফেরায়। তবে দ্বিতীয়ার্ধে কোলো মুয়ানি পুনরায় গোল করে য়্যুভেন্তাসের জয় নিশ্চিত করেন। এই জয়গুলোর মাধ্যমে ম্যানচেস্টার ইউনাইটেড, বায়ার্ন মিউনিখ এবং য়্যুভেন্তাস তাদের নিজ নিজ লিগে শীর্ষ অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে।