এফএনএস: নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণাসহ বিভিন্ন দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ১১ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হওয়ার আগ পর্যন্ত ধারাবাহিকভাবে জেলা ও মহানগর পর্যায়ে সভা—সমাবেশ করবে দলটি। গতকাল শনিবার রাজধানীর নয়া পল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন। বিএনপি জানিয়েছে, বর্তমান ফ্যাসিবাদী সরকারের চক্রান্ত প্রতিহত করাসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে তারা এ কর্মসূচি পালন করবে।