স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় আধুনিক স্থাপত্যের ও দৃষ্টিনন্দন মাসজিদে কুবার পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের মেহেদীবাগস্থ মাসজিদে কুবার সভাপতি ও দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের সভাপতিত্বে সাধারন সম্পাদক আব্দুর রশিদের পরিচালনায় মসজিদ কমিটির সদস্যদের উপস্থিতিতে আমন্ত্রিত অতিথিদের ও স্বেচ্ছাসেবকদের অংশগ্রহনে পরামর্শ সভা শেষে মসজিদের উন্নয়নে, বিশ্বশান্তী কল্যানে মোনাজাত এবং ইফতার মাহফিল অনুষ্টিত হয়। পরামর্শ সভায় আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক বিএমএর সাধারন সম্পাদক ডা: মনোয়ার হোসেন, বিশিষ্ট সমাজসেবক ও পুলিশিং কমিটির সভাপতি ডাঃ আবুল কালাম বাবলা, ডা: আমিনুর রশিদ, কুবার উপদেষ্টা তৈয়েব হাসান বাবু, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার নাদিম শাকের, ডিজিটালের স্বত্ত¡াধিকারী মুজাহিদুল ইসলাম প্রিন্স, কাউন্সিলর শফিক-উ-দ্দৌলা সাগর, শেখ নিজামউদ্দীন, কুবার কোষাধ্যক্ষ আব্দুল করিম, আবু জাফর, মুক্ত স্বাধীন সম্পাদক আবুল কালাম, সাংবাদিক মহিদার রহমান, সাংবাদিক কাজী শওকত হোসেন ময়না, প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডবলু প্রমুখ। মসজিদ কমিটি অতিথিদের বিভিন্ন ধরনের পরামর্শ শ্রবন করেন এবং উন্নয়নে সব ধরনের সহযোগিতা কামনা করেন। উদ্বোধনী দিনে স্বেচ্ছাসেবকদের দায়িত্ব পালনে আন্তরিকতা এবং যথাযথ দায়িত্বশীলতার জন্য কমিটির পক্ষ হতে স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানানো হয়। মাসজিদে কুবায় উদ্বোধনী দিনে উপস্থিত অতিথি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি, বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ কবি শেখ মফিজুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, সিভিল সার্জন ডা: হুসাইন সাফায়াত, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার), সকল অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।