এফএনএস: সারা দেশে আইন—শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে গাজীপুরসহ বিভিন্ন জেলায় যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ চলছে। গত শুক্রবার রাতে গাজীপুরে ছাত্র—জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় গত শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বিত বৈঠকে এই অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর গত শনিবার থেকেই গাজীপুরসহ সারা দেশে অভিযান শুরু হয়েছে।
গাজীপুর: গাজীপুরে অভিযান চালিয়ে আওয়ামী লীগের ৪০ নেতাকর্মীসহ ৬৫ জনকে আটক করা হয়েছে। গাজীপুর জেলার পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগ রয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে গাজীপুর সিটি করপোরেশনের ৪০ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম—আহ্বায়ক মাসুদ মাহমুদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। সেনাবাহিনী ও র্যাবের অভিযানও চলছে, তবে তাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি।
চট্টগ্রাম: চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী হিসেবে অভিযুক্ত আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) জনসংযোগ শাখা জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
গাইবান্ধা: গাইবান্ধার সাঘাটা থেকে আওয়ামী লীগের যুগ্ম—সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নাশকতার পরিকল্পনার অভিযোগে তাকে আটক করা হয়েছে এবং মামলা প্রক্রিয়ার পর আদালতে পাঠানো হবে।
রংপুর: রংপুর মহানগরী ও বিভাগের বিভিন্ন জেলা থেকে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, হত্যা প্রচেষ্টা, নাশকতার পরিকল্পনা ও অর্থ জোগানের অভিযোগ রয়েছে।
কুমিল্লা: কুমিল্লায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে একজন নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য, একজন আওয়ামী লীগের সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক এবং একজন যুবলীগের সদস্য। তাদের বিরুদ্ধে রাজনৈতিক সহিংসতার মামলা রয়েছে।
নোয়াখালী: নোয়াখালীর হাতিয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন আজাদসহ সাতজনকে আটক করা হয়েছে। অভিযানে ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং আটকদের বিরুদ্ধে অস্থিতিশীল পরিবেশ তৈরির অভিযোগ আনা হয়েছে।
খাগড়াছড়ি: খাগড়াছড়ির গুইমারায় ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় নাশকতার মামলা রয়েছে।
কুড়িগ্রাম: অপারেশন ডেভিল হান্টের প্রথমদিন কুড়িগ্রাম জেলার রাজিব পুরে খবির উদ্দিন (৪৫) নামে সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতাকে বিকেল পাঁচটায় আটক করেছে পুলিশ। আটক কৃত খবির উদ্দিন উপজেলা আওয়ামী লীগের সক্রিয় কর্মী। তিনি রাজিব পুর সদর ইউনিয়নের কাঢারি পাড়া গ্রামের বাসিন্দা। রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় চর রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘অপারেশন ডেভিল হান্ট’ চলমান থাকবে এবং সারা দেশে সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করা হবে। আজকের প্রেস ব্রিফিংয়ে অভিযানের আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।