এফএনএস: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন। গতকাল রোববার বিকালে রাজধানীর হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মির্জা ফখরুল বলেন, “বাংলাদেশের ছাত্র—জনতা ফ্যাসিস্ট হাসিনা সরকারের উৎখাতের মধ্য দিয়ে অভ্যুত্থানে সফলতা অর্জন করেছে। কিন্তু আমাদের যেন হাসিনার পাতা ফাঁদে পা না দেয়ার বিষয়ে সতর্ক থাকতে হবে।” মির্জা ফখরুল জানান, তাদের যুক্তরাষ্ট্র সফর সফল হয়েছে। ওয়াশিংটনে অনুষ্ঠিত ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ এ অংশগ্রহণ করে তারা দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলের সমর্থন পেতে সক্ষম হয়েছেন। সফরে তাদের সঙ্গে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে, ব্যারিস্টার জায়মা জারনাজ রহমান। এ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “আমাদের উদ্দেশ্য ছিল গণতন্ত্রের সপক্ষে আন্তর্জাতিক সমর্থন আদায় করা, যা আমরা অর্জন করেছি।” বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, “ম্যাডাম ভালো আছেন। চিকিৎসা চলছে।” তবে যুক্তরাষ্ট্রে চিকিৎসার বিষয়ে কোনো মন্তব্য করেননি। সাম্প্রতিক যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’ নিয়ে মির্জা ফখরুল বলেন, “এতদিন পর সরকারের বোধোদয় হয়েছে। তবে এই অভিযান দিয়ে ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়াই থামানো যাবে না। আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই লড়াই চালিয়ে যেতে হবে।” মির্জা ফখরুল বলেন, “আজ দেশের স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে, অস্থিরতা সৃষ্টি হচ্ছে। এর জন্য সম্পূর্ণভাবে শেখ হাসিনার ফ্যাসিস্ট রেজিম দায়ী। আমাদের অর্জিত সফলতাকে ধরে রাখতে হলে ধীরে ধীরে এবং সাবধানে এগোতে হবে। এক অন্ধকারকে আরেক অন্ধকার দিয়ে দূর করা যায় না, তাকে আলো দিয়ে দূর করতে হয়।”