বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০১:৪৫ অপরাহ্ন

বিশ^ ইজতেমা ময়দান বুঝে নিলেন সাদপন্থিরা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫

এফএনএস: টঙ্গীর তুরাগতীরে বিশ^ ইজতেমা ময়দান প্রশাসনের কাছ থেকে বুঝে নিয়েছেন মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা। গতকাল রোববার দুপুর ১২টার দিকে গাজীপুর জেলা প্রশাসনের কাছ থেকে তারা ময়দান বুঝে নেন বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওয়াহিদ হোসেন। আগামী ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিশ^ ইজতেমার দ্বিতীয় পর্ব। ইজতেমা ময়দান হস্তান্তরের সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওয়াহিদ হোসেন বলেন, প্রথম পর্বের ইজতেমা শেষ। এখন দ্বিতীয় পর্বের ইজতেমা করতে ময়দান মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের কাছে হস্তান্তর করা হল। ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারির ইজতেমার দ্বিতীয় পর্ব শেষ করে ১৮ ফেব্রুয়ারি তারা প্রশাসনের কাছে আবার ময়দান হস্তান্তর করবেন। ইজতেমা ময়দান হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার হাফিজুল ইসলাম, গাজীপুর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন, মাওলানা সাদ কান্ধলভীর পক্ষে ছিলেন, শাহ মো. মুহিববুল্লাহ, রেজাউল করিম, আব্দুস সালাম, মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম, হাজী মনির হোসেন, আব্দুল হান্নান, বশির আহমেদ সিকদার, হারুন অর রশিদ, সিরাজ শিকদার, আসাদুল্লাহ, মো. মিল্লাত হোসেন, মো. আসলাম ও মোহাম্মদ হোসেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com