কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জে সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল বেলা ১১টায় সংস্থার কার্যালয়ে সাধারণ সভায় উপস্থিত সকল সদস্যদের সম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়। সামাদ আলীকে সভাপতি, ফরহাদ রেজাকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ—সভাপতি সন্ধ্যা রানী সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক: মোছাঃ খাদিজা খাতুন, প্রচার সম্পাদক: মোঃ সালাম খাঁন, কোষাধ্যক্ষ: মোঃ আছের আলী, নির্বাহী সদস্য: মোছাঃ বিথী নাসরিন, শিখা রানী সরকার ও মাসুদ রায়হান। উল্লেখ্য, সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থা মথুরেশপুর ইউনিয়নের মুকুন্দপুর গ্রামে কার্যক্রম পরিচালনা করে আসছে। সংস্থার ২৬৬ জন সদস্যের সবাই প্রতিবন্ধী, যাদের মধ্যে ১৬০ জন ডিগ্রি পাশ, ১০০ জন উচ্চমাধ্যমিক পাশ ও ৬ জন মাধ্যমিক পাশ। বর্তমানে সংস্থার ৪৬ জন সদস্য দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরিরত রয়েছেন।