স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে রবিবার সকাল ১০ টায় জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুর রহমান (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), সেনাবাহিনী কর্মকর্তা মেজর মুশফিক আহমেদ,সিভিল সার্জন ডাঃ আব্দুস সালাম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাশেম, সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোস্তফা কামাল, স্থানীয় সরকার বিভাগের উপ—পরিচালক মাসরুবা ফেরদৌস,জেলা বিএনপির আহবায়ক রহমতউল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ মোঃ শহীদুল ইসলাম মুকুল, নায়েবে আমির নুরুল হুদা, পিপি এড শেখ আব্দুস সাত্তার, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ শোয়াইব আহমাদ, সাতক্ষীরা মেডিকেল কলেজের ডাঃ মানস কুমার মন্ডল, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার পারভেজ, এলজিইডি নিবার্হী প্রকৌশলী মোঃ কামরুজ্জামান, ইসলামিক ফাউন্ডেশন ডিডি মোঃ মেহেদী হাসান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ডিডি মোঃ মিজানুর রহমান, জেল সুপার মুহাম্মদ এনায়েতুল্লাহ, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আরাফাত হোসেন, সদস্য মোহিনী তাবাসসুম প্রমূখ। এছাড়া সকল উপজেলার নিবার্হী কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সভায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অতিরিক্ত ইজিবাইক নিয়ন্ত্রণ, অবৈধ ক্লিনিক বন্ধ, শহরে যানজট নিরসন, মাদকবিরোধী অভিযান পরিচালনা, নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্টে্রট রিপন বিশ্বাস।