এফএনএস: টাঙ্গাইলের কালিহাতীতে বাসচাপায় ভ্যানচালকসহ দুইজন নিহত হয়েছেন। গতকাল সোমবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা—টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে উপজেলার জোকারচর ১৮ নম্বর ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। যমুনা সেতু পূর্ব থানার উপপরিদর্শক তাহেরুর ইসলাম জানান, সকালে ব্যাটারিচালিত অটো ভ্যানে এক যাত্রী নিয়ে যমুনা সেতু এলাকা থেকে সল্লা বাজারে যাচ্ছিলেন ভ্যানচালক। পথে ১৮ নম্বর ব্রিজের সামনে পেঁৗছালে পেছন থেকে একটি বাস ভ্যানটিকে চাপা দিয়ে চলে যায়। এসময় ভ্যানের চালক ও যাত্রী ওই বাসের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। পরে নিহতের লাশ উদ্ধার করে যমুনা সেতু থানায় রাখা হয়েছে। ঘাতক বাসটি আটক করলেও এর চালক ও সহকারী পলাতক রয়েছে।