কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়া পৌরসভার সাবেক কাউন্সিলর আওয়ামী লীগ নেতা মেজবাউদ্দিন নিলুকে গ্রেপ্তার করেছে অপারেশন ডেভিল হান্টের সদস্যরা। সোমবার সকালে কলারোয়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া সাবেক পৌর কাউন্সিলর নিলু (৬০) কলারোয়া পৌরসভার চার নম্বর ওয়ার্ড ঝিকরা গ্রামের মৃত নুরুদ্দিনের ছেলে ও একই ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি। থানা সূত্রে জানা যায়, অপারেশন ডেভিল হান্টের বিশেষ অভিযান কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন সাবেক পৌর কাউন্সিলর নিলু কলারোয়া বাজারে ঘোরাফেরা করছে। পরে ডেভিল হান্টের সদস্যরা কলারোয়া বাজার থেকে তাকে গ্রেফতার করে থানায় সোপর্দ করে। কলারোয়া থানার অফিসার ইন চার্জ সামসুল আরাফিন বলেন, গ্রেপ্তার হওয়া সাবেক পৌর কাউন্সিলরের বিরুদ্ধে কলারোয়া থানায় মামলা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। পরে দুপুর ১২ টার দিকে সাতক্ষীরা আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানান।