কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার বেলা ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডলের সভাপতিত্বে তারই অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সার ও বীজ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। উপস্থিত সদস্যরা কৃষকদের জন্য মান সম্মত সার ও বীজ সরবরাহ নিশ্চিতকরণ, বাজার ব্যবস্থাপনা এবং কৃষি উপকরণের সঠিক বিতরণ নিশ্চিত করার বিষয়ে মতামত দেন। সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসীম উদ্দিন, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ শংকর কুমার দে, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, বিএফ প্রতিনিধি মাহবুবুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা হোসনেয়ারা খানম। এছাড়াও উপজেলা উপসহকারী বীজ কর্মকর্তা এবং বিএডিসি প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন। সভায় উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্যরা সার ও বীজ সংক্রান্ত বিভিন্ন সমস্যা, সরবরাহ ব্যবস্থা এবং কৃষকদের সুবিধার্থে গৃহীত পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করেন ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন। সভায় বক্তারা কৃষকদের স্বার্থ সংরক্ষণে সরকারি নীতিমালার যথাযথ বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন এবং কৃষি উপকরণের মান নিয়ন্ত্রণ ও সহজপ্রাপ্যতা নিশ্চিত করার বিষয়ে জোর দেন।