স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা ২০২৪ ও বিনোদন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১ টায় তুফান কনভেনশন সেন্টার লেকভিউতে সাতক্ষীরা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির চেয়ারম্যান মোঃ আব্দুর রব ওয়াছির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও সংগঠনের প্রধান উপদেষ্টা মোস্তাক আহমেদ। এ সময় তিনি বলেন, এই সংগঠনের অফিসের জন্য খাস জমি বরাদ্দের ব্যবস্থা করা হবে। জেলায় বিভিন্ন কমিটি আছে ওইসব কমিটিতে এখান থেকে সদস্য অন্তর্ভুক্ত করা হবে। আমি এই সংগঠনের সার্বিক সহযোগিতা করব।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উপদেষ্টা প্রফেসর মোজাম্মেল হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাতক্ষীরা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সহ—সভাপতি মোঃ আইয়ুব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মজিদ, কোষাধ্যক্ষ মোঃ আব্দুস সাত্তার, সদস্য আব্দুল আজিজ, কাজী আরিফুর রহিম, আবুল কাশেম, নাজিরা বেগম, মনিরউদ্দিন, মোস্তাফিজুর রহমান, খান সুজায়েত আলী, কাজী আমজাদ বারী, মেঘনাথ সাহা প্রমূখ। সভায় ২০২৩ সালের রিপোর্ট অনুমোদন, বার্ষিক প্রতিবেদন পেশ, ২০২৪ সালের বার্ষিক অডিট প্রতিবেদন অনুমোদন,২০২৫ সালের বাজেট পেশ এবং অনুমোদন ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এর পূর্বে বিনোদন অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ডাঃ একেএম আব্দুর রাজ্জাক।