রবিবার, ০৪ মে ২০২৫, ০৩:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

চ্যাম্পিয়ন্স ট্রফি অভিজ্ঞতার দিক থেকে ভারতের থেকে এগিয়ে টাইগাররা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

আর মাত্র এক সপ্তাহ পরেই চ্যাম্পিয়ন্স ট্রফি মিশনে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। সাকিব আল হাসান, তামিম ইকবাল না খেললেও এই আসরে খেলবেন বেশ কিছু সিনিয়র ক্রিকেটার। যাদের আগে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার অভিজ্ঞতা আছে এমন ক্রিকেটারদের সংখ্যার বিচারে ২ নাম্বার অবস্থান বাংলাদেশর। চ্যাম্পিয়নস ট্রফির এবারের আসরেও খেলবেন এবং আগেও খেলেছেন এমন ৬ ক্রিকেটার আছে বাংলাদেশ দলে। তারা হলেন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। এরা প্রত্যেকেই ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছিলেন। সেবার সেমিফাইনাল খেলেছিলো বাংলাদেশ। এই তালিকায় বাংলাদেশের আগে আছে কেবল অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা,জশ হ্যাজলউড, ম্যাক্সওয়েল ও মিচেল স্টার্ক সহ মোট ৯ ক্রিকেটারের আগে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশের পরই আছে ভারত। ভিরাট কোহলি, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, জাসপ্রীত বুমরাহ ও মোহাম্মদ শামি আগেও খেলেছেন, এবার ও খেলবেন। তাছাড়া তিনজন করে ক্রিকেটার আছেন চারটি দলে। নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন, টম ল্যাথাম এবং মিচেল স্যান্টনার। পাকিস্তানেরও তিনজন হলেন, বাবর আজম, ফখর জামান ও ফাহিম আশরাফ। জো রুট, জস বাটলার ও আদিল রশিদ থাকছেন ইংল্যান্ড থেকে। দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার, কাগিসো রাবাদা ও কেশব মহারাজ ও আগে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছেন এবার ও খেলবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com