রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৮:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

আফগানিস্তানের কুন্দুজে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৫

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

এফএনএস বিদেশ : আফগানিস্তানের উত্তর—পূর্বাঞ্চলের কুন্দুজ প্রদেশে একটি ভয়াবহ বোমা হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সকাল ৮টা ৩৫ মিনিটে কাবুল ব্যাংকের একটি শাখার কাছে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে আহত হয়েছেন আরও ৭ জন। কুন্দুজ পুলিশের মুখপাত্র জুমাদ্দিন কাকসার জানিয়েছেন, এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরক ডিভাইস দিয়ে নিজেকে উড়িয়ে দিয়েছে। নিহতদের মধ্যে একজন ব্যাংকের নিরাপত্তারক্ষী, তালেবান সদস্য এবং সাধারণ নাগরিক রয়েছেন। এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে নিরাপত্তা বাহিনী জানিয়েছে, তারা অপরাধীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনার চেষ্টা করছে। ২০২১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করার পর দেশটিতে বোমা হামলার সংখ্যা কিছুটা কমলেও, আইএসআইএস—এর সহযোগী সশস্ত্র গোষ্ঠীগুলো এখনো হুমকি হিসেবে বিদ্যমান। এর আগে, ২০২১ সালের অক্টোবরে কুন্দুজের একটি শিয়া মসজিদে ভয়াবহ আত্মঘাতী হামলায় বহু মানুষ প্রাণ হারান। সেই হামলার দায় স্বীকার করেছিল আইএসআইএস। এছাড়া, গত বছর কান্দাহারে একটি ব্যাংকে বিস্ফোরণের দায়ও স্বীকার করেছিল এই গোষ্ঠী। আফগানিস্তানের তালেবান সরকার দাবি করে আসছে যে, তারা আইএসআইএসসহ অন্যান্য জঙ্গিগোষ্ঠীকে দমন করেছে। তবে, সা¤প্রতিক এই হামলা দেখাচ্ছে যে সশস্ত্র গোষ্ঠীগুলো এখনো সক্রিয়, এবং দেশের নিরাপত্তা পরিস্থিতি এখনও অস্থিতিশীল। কুন্দুজ আফগানিস্তানের একটি গুরুত্বপূর্ণ শহর, যা অতীতে তালেবানের নিয়ন্ত্রণে ছিল। প্রায় ৮ হাজার বর্গ কিলোমিটারের শহরটিতে প্রায় ৮ লাখ ২০ হাজার মানুষ বাস করেন। তালেবানের শাসনামলেও এখানে সহিংসতা অব্যাহত রয়েছে, যা সাধারণ মানুষের নিরাপত্তাকে চরমভাবে প্রশ্নবিদ্ধ করেছে। এই ধরনের হামলা আফগানিস্তানের স্থিতিশীলতার জন্য একটি বড় চ্যালেঞ্জ, এবং যা সাধারণ মানুষের জীবন আরও অনিশ্চিত হয়ে উঠছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com