সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৭ পাকিস্তানির মরদেহ উদ্ধার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

এফএনএস বিদেশ : লিবিয়ার আল জাবিয়া শহরের উপকূলে গত ৭ ফেব্রুয়ারি নৌকাডুবির ঘটনা ঘটেছে। নৌকাটিতে অন্তত ৬৫ জন অভিবাসনপ্রত্যাশী ছিল। এর মধ্যে এখন পর্যন্ত অন্তত সাতজন পাকিস্তানির মরদেহ উদ্ধার করা হয়েছে। ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) গতকাল মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছে। খবর জিও নিউজের। এফআইএ জানিয়েছে, পাসপোর্টের মাধ্যমে সাতটি মরদেহের পরিচয় নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে ছয়জন খাইবার পাখতুনখোয়ার কুররাম জেলার এবং আরেকজন বাজৌর এলাকার বাসিন্দা ছিলেন। এর আগে গতকাল সোমবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, লিবিয়ায় পাকিস্তানিসহ কয়েক ডজন যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে গেছে। পাকিস্তানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, লিবিয়ায় পাকিস্তানি দূতাবাসের কর্মকর্তারা যাত্রীদের পরিচয়ের ব্যাপারে বিস্তারিত তথ্য সংগ্রহে কাজ করছেন। মৃতদের পরিচয় শনাক্তে মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি দল আল জাবিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া পাক পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পরিস্থিতি পর্যবেক্ষণে মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে একটি ক্রাইসিস ম্যানেজমেন্ট ইউনিট (সিএমইউ) সক্রিয় করা হয়েছে। যেকোনো সমস্যায় ০৫১—৯২০৭৮৮৭ হেল্পলাইনে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে ত্রিপোলিতে পাকিস্তানি দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের জন্য কয়েকটি জরুরি টেলিফোন নম্বর দেওয়া হয়েছে। নম্বরগুলো হলো—০৩০৫২১৮৫৮৮২ (হোয়াটসঅ্যাপ) নম্বর ও +২১৮৯১৩৮৭০৫৭৭ (সেলফোন) ও +২১৮৯১৬৪২৫৪৩৫ (হোয়াটসঅ্যাপ)। এর আগে চলতি বছরের জানুয়ারিতেই মৌরিতানিয়া থেকে স্পেন যাওয়ার পথে ৮৬ জন যাত্রী নিয়ে একটি নৌকাডুবি হয়েছে। এর মধ্যে ৬৬ জনই ছিলেন পাকিস্তানের নাগরিক। ওই ঘটনায় কমপক্ষে ৪০ পাকিস্তানি প্রাণ হারান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com