ডুমুরিয়া প্রতিনিধি \ বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে সোমবার দুপুরে মতুয়া ও পূজা উদযাপন ফ্রন্টের এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বান্দা স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যদেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি সমীর কুমার বসু। কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক ও বিভাগীয় কমিটির সহ—সভাপতি নিত্যানন্দ মন্ডল। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জয়দেব রায় জয়। বিশেষ অতিথি ছিলেন মহানগর কমিটির আহবায়ক সমীর সাহা, সদস্য সচিব গোবিন্দ হালদার, পরিতোষ কুমার বালা, শ্যামল বিশ্বাস, প্রভাষ চন্দ্র মন্টু, রমেন রায়, সৌমেন্দ্র প্রসাদ কুন্ডু টুটুল, তাপস দাস, মিহির মন্ডল, সুধাময় মন্ডল, শিবপ্রসাদ দাস ও সঞ্জয় মন্ডল। উপস্থিত ছিলেন মৃনাল কান্তি দাস, কৃষ্ণপদ মন্ডল, স্বপন মিস্ত্রী, দিলীপ কুমার গাইন, বিপ্লব সরদার, অমর দেবনাথ। সম্মেলনে সৌমেন্দ্র প্রসাদ কুন্ডু টুটুল আহবায়ক, শুধাংশু বিশ্বাস সদস্য সচিব, বিপুল মন্ডলসহ ২৬জন যুগ্ম—আহবায়ক, দিলীপ কুমার গাইন সহ ৩জন কে সদস্য করে ৩১ সদস্য বিশিষ্ট ডুমুরিয়া উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের কমিটি ঘোষণা করা হয়। এর আগে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে ৩০/৩৫টি নারী পুরুষের মতুয়া দল ঢাক ঢোল ও ডাঙ্কা বাজিয়ে অংশগ্রহণ করেন এবং আগত ভক্তদের সমাগমে মুখরিত হয়ে উঠে পুরো ফুটবল ময়দান ও গোটা এলাকা।