শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৩ অপরাহ্ন

তিন দফা দাবিতে প্রধানমন্ত্রীর কাছে সোহেল তাজের স্মারকলিপি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১১ এপ্রিল, ২০২২

এফএনএস: ঐতিহাসিক ১০ই এপ্রিলকে (বাংলাদেশের প্রথম সরকার গঠনের দিনটি) ‘প্রজাতন্ত্র দিবস’ ঘোষণাসহ তিন দফা দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছেন জাতীয় চার নেতার অন্যতম তাজউদ্দিন আহমেদের ছেলে তানজিম আহমেদ সোহেল তাজ। গতকাল রোববার সংসদ ভবন এলাকা থেকে পদযাত্রা করে গণভবনে গিয়ে এই স্মারকলিপি দেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। প্রধানমন্ত্রীর পক্ষে তার প্রতিনিধিরা এই স্মারকলিপি গ্রহণ করেন বলে গণভবন থেকে বের হয়ে জানিয়েছেন সোহেল তাজ। বিকেল ৪টা ২০ মিনিটে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে গণভবনের উদ্দেশে পদযাত্রা শুরু করেন তিনি। বিকাল সাড়ে চারটার দিকে তিনি গণভবনের ফটকে পৌঁছান। সেখানে কিছু সময় অপেক্ষা করে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি পেশ করেন। সোহেল তাজের দাবিগুলো হলো, ১০ এপ্রিল প্রথম বাংলাদেশ সরকার গঠনের দিনটিকে ‘প্রজাতন্ত্র দিবস’ ঘোষণা করা। ৩ নভেম্বর ‘জেল হত্যা দিবসকে’ জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করে রাষ্ট্রীয়ভাবে পালন করা। জাতীয় চার নেতাসহ মহান মুক্তিযুদ্ধের সব বেসামরিক ও সামরিক সংগঠক, পরিচালক, অমর শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের নাম, অবদান ও জীবনীসহ মুক্তিযুদ্ধের সঠিক ও পূর্ণাঙ্গ ইতিহাস যথাযথ মর্যাদা ও গুরুত্বের সঙ্গে সর্বস্তরের পাঠ্যপুস্তক ও সিলেবাসে অন্তর্ভুক্ত করা। পদযাত্রায় সোহেল তাজের বেশ কিছু কর্মী-সমর্থক অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com