ডুমুরিয়া প্রতিনিধি \ ডুমুরিয়ার কাঁঠালতলায় বিশ্বমাতা সেবাশ্রম ও স্বামী ভাস্করানন্দ মঠে ৮৮তম ১৬ প্রহরব্যাপি মহানাম যজ্ঞানুষ্ঠান আজ মঙ্গলবার অধিবাসের মধ্যে দিয়ে শুভ সূচনা করা হবে। “কুহেলী উত্তরীয় তলে মাঘের সন্ন্যাসী যখন প্রকৃতিকে নিঃস্ব রিক্ত করে বিদায় নিয়ে নতুনের স্থান করে দিতে ব্যস্ত, ঠিক তেমনি এক মিলন সন্ধীক্ষণে জগতের অশেষ কামনায় স্রোতস্বিনী ভদ্রা তীরে প্রতি বছরের ন্যায় বিশ্বমাতা, সেবাশ্রম ও স্বামী ভাস্করানন্দ মঠে ৮৮ তম ১৬ প্রহরব্যাপী অখন্ড তারক ব্রহ্ম হরিনাম সংকীর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান সূচী প্রথম পর্বে ১১ ফেব্র“য়ারি মঙ্গলবার সকাল ১০টায় গৌড়ীয় পতাকা উত্তোলন, দ্বিতীয় পর্বে—বিকেল ৩ টায় শ্রীমম্ভগবত গীতা পাঠ ও আলোচনা, সন্ধ্যায় ৮৮টি মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, মঙ্গলঘট স্থাপন ১৬ প্রহরব্যাপী শ্রীশ্রী হরিনাম সংকীর্তনানুষ্ঠান মহানাম যজ্ঞ—এর শুভ গন্ধাধিবাস, ১২ ও ১৩ ফেব্র“য়ারি বুধ ও বৃহস্পতিবার হতে ১৬ প্রহরব্যাপী অখন্ড তারক ব্রহ্ম হরিনাম সংকীর্তনানুষ্ঠান ১৪ ফেব্র“য়ারি প্রভাতে কুঞ্জভঙ্গ, নগরকীর্তন, ভোগমহাৎসব, দধিমঙ্গল ও মহাপ্রসাদ বিতরণ। ১৫ ফেব্র“য়ারি ভগবাত, গীতাপাঠ ও আলোচনা, সন্ধ্যায় বিদগ্ধ ভগবত আরতির মধ্যে দিয়ে সমাপ্তি করা হবে। স্থানীয় সূত্রে জানা গেছে, ডুমুরিয়া উপজেলা আটলিয়া ইউনিয়নের ভদ্রানদীর তীরবর্তী এবং খুলনা—সাতক্ষীরা মহাসড়কের কোল ঘেঁষে যাওয়া কাঁঠালতলা বাজার সংলগ্ন সনাতনী ধর্মাবলম্বীদের একমাত্র উপাসনালয় বিশ্বমাতা সেবাশ্রম ও স্বামী ভাস্করানন্দ মঠ মন্দিরটি বঙ্গাব্দ ১৯৩৭ খৃস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। এ জনপদে চুকনগর, চাকুন্দিয়া, গোবিন্দকাটি, বরাতিয়া, গৌরিঘোনা, মঠবাড়িয়া, নিচুখালি, কুলবাড়িয়াসহ “অষ্ট নগরী” নিয়ে ভাদ্রার তীরে সু—প্রাচীন সনাতনী পূণ্যভূমি তীর্থক্ষেত্র, সাংস্কৃতিক সভ্যতা ধর্মীয় অনুশীলন, নিত্যপূজা—পার্বন, ব্রত—সাধনা, ধ্যান—আরাধনার দিব্যেধামে মহামায়া রাধামানব, বিগ্রহ নিত্য সেবায় পূজিত ও সেবায়িত হয়ে আসছে। যজ্ঞ আয়োজক কমিটির নেতৃবৃন্দ শিক্ষক আশুতোষ সরকার অনাথ মল্লিক, কোমল রাহা, ধীরাজ বসাক, কাত্তির্ক সরকার, শিক্ষক বিশ্বজিৎ দত্ত ও শিক্ষক তুষার দাশসহ সংশ্লিষ্টরা জানান, অনুষ্ঠানে প্রতিদিন ৬০/৭০ হাজারের মত দর্শনার্থী ও ভক্তদের সমাগম ঘটবে। ঐতিহ্যবাহী এ অনুষ্ঠান যথাযথভাবে পালন করতে এলাকার সর্বজনীন সকল শ্রেণির পেশার মানুষের স্বতঃস্ফূর্ত সহযোগিতা অব্যাহত রয়েছেন। প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ও আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন বলেন, সনাতনী স¤প্রদায়ের এ যজ্ঞানুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। সরকারিভাবে ১ টন চাল ইতোমধ্যে বরাদ্দ দেয়া হয়েছে। অবকাঠামো উন্নয়নে সহযোগিতা করা হবে। তাছাড়া অনুষ্ঠানের শান্তি—শৃঙ্খলা বজায় রাখতে সকল প্রকার ব্যবস্থা নেয়া হয়েছে। এ বিষয়ে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের একাধিক টিম সার্বক্ষণিকভাবে নিয়োজিত থাকবে। তাছাড়া ডিএসবি পুলিশ মোবাইল টিমের টহল থাকবে।