রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে মতবিনিময় সভায় রহমতউল্লাহ পলাশ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টার \ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালে বিএনপি প্রতিষ্ঠিত করেছেন। আমরা সবাই শহীদ জিয়ার সৈনিক। এখানে আর কোন্দলের রাজনীতি দেখতে চাই না। দেশের মধ্যে এই দল একটি শক্তিশালী সংগঠন। এখানে গ্রুপিং থাকবে তবে সেটা হতে হবে দলের সমৃদ্ধির জন্য। দেশনায়ক তারেক রহমান গ্রুপিং নিরসনের জন্য এই আহবায়ক কমিটি দিয়েছেন। বিগত দিনে আন্দোলন সংগ্রামে সংশ্লিষ্টরা কমিটিতে স্থান পাবে। প্রকৃত বিএনপির কোন কর্মী বাদ পড়বে না। আহবায়ক ও সদস্য সচিব কমিটি গঠনের কার্যক্রম তদারকি করবেন। সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক ও সাবেক সভাপতি রহমতউল্লাহ পলাশ মঙ্গলবার দুপুরে শহরের কাটিয়া নিজ বাসায় সাতক্ষীরার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা যুবদলের সাবেক সভাপতি আবু জাহিদ ডাবলুর সঞ্চালনায় তিনি আরো বলেন, আমরা একটি সুন্দর কমিটি বাস্তবায়নের জন্য প্রতিজ্ঞাবদ্ধ। তারেক রহমান বিএনপিকে শক্তিশালী করার জন্য দলকে সুসংগঠিত করতে চাই। ওয়ার্ড থেকে নেতা নির্বাচন করা হবে। সকল ভেদাভেদ ভুলে গিয়ে দলের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম আহবায়ক ও জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাসান হাদী, সাবেক মেয়র ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি তাজকিন আহমেদ চিশতী, সাবেক মেয়র ও সাবেক ছাত্রনেতা মোঃ আখতারুল ইসলাম, বিএনপির নেতা ড. মনিরুজ্জামান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সাবেক সংসদ কাজী আলাউদ্দিন, কেন্দ্রীয় সদস্য বিশিষ্ট চিকিৎসক ডাঃ শহিদুল আলম। এ সময় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com