বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার কাশিমাড়িতে মৎস্য ঘের দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৩ জন গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার সকাল ৯টায় উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের গোডাড়া গ্রামে। আহতরা ৯৯৯ নম্বরে ফোন দিলে শ্যামনগর থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। জমির মালিক কামরুল শেখ জানান, কাশিমাড়ি মৌজায় ৫০ শতক জমি কিনে বিনিময় করে দীর্ঘদিন ধরে মৎস্য ঘের পরিচালনা করে আসছে। সকালে একই এলাকার ইছাক বিশ্বাসের নেতৃত্বে বহিরাগত ৪০/৫০ জন দেশীয় অস্ত্র নিয়ে মৎস্য ঘেরে লুটপাট শুরু করে। এ সময় তার ভাই শহিদুল ইসলাম বাধা দিলে তাকে বেধঢ়ক মারপিট করে ও তার ডান পায়ের হাটুতে দা দিয়ে কোপ মারে। এ সময় উম্মে হানি (২৫) ও হোসাইন হাসান (১৭) গুরুতর আহত হয়। বর্তমান তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় কামরুল শেখ বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছে। এ ঘটনায় প্রতিপক্ষ ইছাক বিশ্বাস জানান, উক্ত জমিতে আমরা মৎস্য ঘের করে শান্তিপূর্ণ দখলে ছিলাম। হঠাৎ সকালে কামরুল শেখ এর লোকজন ঘেরের রাস্তা কাটার সময় আমরা বাধা দিলে মারামারির ঘটনা ঘটে। উহাতে আমাদের একজন আহত হয়েছে। বর্তমানে সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ হুমায়ূন কবীর মোল্লা অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।