স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরায় নিরাপদ সড়ক চাই এর সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ’ছাত্র জনতার অঙ্গিকার, নিরাপদ সড়ক হোক সবার’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে নিরাপদ সড়ক চাই সাতক্ষীরা জেলার আয়োজনে মঙ্গলবার বিকালে শহরের তুফান কনভেনশন সেন্টার লেকভিউতে নিসচা জেলা উপদেষ্টা ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ঠ সমাজসেবক আলহাজ্ব আবুল কালাম বাবলার সভাপতিত্বে সূধী সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিসচা চেয়ারম্যান ও জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, আমার জীবনে একটি মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। সেই দুর্ঘটনা আমার প্রিয়তমা স্ত্রী জাহানারা কাঞ্চনকে হারাই। এমন ঘটনা আপনার জীবনেও ঘটতে পারে। নিরাপদ সড়ক আমার ব্যক্তিগত আন্দোলন হলে ও পরবর্তীতে এটি রাষ্ট্রীয় আন্দোলনে রূপ নেয়। বর্তমানে সরকারিভাবে নিরাপদ সড়ক চাই দিবসটি পালিত হচ্ছে। আমাদের উদ্দেশ্য সড়কে প্রাণহানি কমানো। তিনি আরো বলেন, আমাদের অনেকেরই ট্রাফিক আইন, রাস্তা পারাপারের নিয়মনীতি অজানা। জনগণে সচেতনতাও আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে এই দুর্ঘটনা কমানো সম্ভব। ড্রাইভিং লাইসেন্স বিহীন অদক্ষ চালক, অবৈধ যানবাহন সড়ক নিরাপত্তা যে ঝুঁকি তৈরি, সড়ক পরিবহন মালিক শ্রমিক তা উপলব্ধি করে এ থেকে বেরিয়ে আসতে পারলে নিরাপদ সড়কের প্রত্যাশা পূরণ অনেকটাই সহজ হবে। স্বাগত বক্তব্য রাখেন নিসচা জেলা সভাপতি আলহাজ মুহাম্মদ দিদারুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নিসচা মহাসচিব এস এম আজাদ হোসেন, ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ, জেলা বিএনপি’র আহবায়ক রহমাতুল্লাহ পলাশ, অতিরিক্ত পুলিশ সুপার (দায়িত্ব প্রাপ্ত সদর সার্কেল) মোঃ আমিনুর রহমান, জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধাঃ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, সাতক্ষীরা পৌর সভার সাবেক মেয়র তাজকিন আহমেদ চিশতি, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা পুলক কুমার চক্রবর্তী, সাবেক ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু, নিসচা জেলা সাধাঃ সম্পাদক ও সাপ্তাহিক চাকরির পয়গাম পত্রিকার সম্পাদক এস এম মহিদার রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মোঃ আরাফাত হোসাইন,নিসচার উপদেষ্টা ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সাধাঃ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন, সাংগঠনিক সম্পাদক আবিদুল হক মুন্না প্রমুখ। এছাড়া নিসচা জেলা কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত করেন হাফেজ মাওলানা মোঃ আবুল হোসেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক নূর মোহাম্মাদ পাড়।