শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৭:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতীয় স্কোয়াড থেকে ছিটকে গেলেন বুমরাহ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

জাসপ্রীত বুমরাহ ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে পিঠের চোটের কারণে বাদ পড়েছেন। বিসিসিআই নিশ্চিত করেছে মেগা ইভেন্টের আগে বুমরাহর ছিটকে যাওয়ার সংবাদ। আট দলের টুর্নামেন্টে বুমরাহর বদলি হিসেবে ভারতের স্কোয়াডে নেওয়া হয়েছে হারশিত রানাকে। ইতিমধ্যে, ভারতীয় নির্বাচকরা চূড়ান্ত দলে বরুণ চক্রবর্তীকেও যুক্ত করেছে যশস্বী জয়সওয়ালের জায়গায়। যিনি প্রাথমিক দলের অংশ ছিলেন। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের যে স্কোয়াড ঘোষণা করা হয়েছিল তখন ১৫ জনের প্রাথমিক দলে রাখা হয়েছিল জসপ্রীত বুমরাহকে। এরপর নির্বাচক কমিটির প্রধান অজিত আগারকারও জানিয়েছিলেন বুমরাহ হয়ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন। যে আশঙ্কাটা ছিল, সেটাই সত্যিই হল। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে ছিটকে গেলেন জসপ্রীত বুমরাহ। ১৯ ফেব্রুয়ারি শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে গতকাল বুধবার মধ্যে প্রতিটি দেশকে তাদের দল ঘোষণা করে দিতে হত। ভারতের মাথাব্যথা ছিল কেবল জসপ্রীত বুমরাহকে নিয়েই। তিনি পুরো সুস্থ নন, ফলে বুমরাহকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির মিশনে যাচ্ছে রোহিত—কোহলিরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com