আশাশুনি প্রতিনিধি \ আশাশুনিতে কম্বিং অপারেশন পরিচালনা করে আটককৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। গতকাল বিকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে খোলপেটুয়া নদীতে কম্বিং অপারেশন পরিচালনা করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদারের নেতৃত্বে বিশেষ কম্বিং অপারেশনে নদী থেকে অবৈধ ২ টি বেহন্দি জাল এবং ৩ টি মশারী জাল আটক করা হয়। যার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা। এ দিন বিকালে মানিকখালী ফেরী ঘাটে আটককৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।