স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরায় তারুণ্যের উৎসব উপলক্ষে একুশে বইমেলার উদ্বোধন করা হয়েছে। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগান সামনে নিয়ে বুধবার বেলা ১১টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। তিনি ফিতা কেটে ও বেলুন ফেস্টুন উড়িয়ে ১০ দিনব্যাপী বই মেলার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্টে্রট রিপন বিশ্বাস, এনডিসি পলাশ আহমেদ, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা প্রমূখ। পরে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।