চুকনগর প্রতিনিধি \ চুকনগরে এ্যাকুরিয়ামে রঙিন মাছ চাষের হ্যাচারী পরিদর্শন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হক। রোববার দুপুরে উপজেলার নরনিয়া গ্রামের বাসুদেব দত্তের ছেলে ও দত্ত রঙিন মাছ চাষ হ্যাচারীর মালিক অনুপ দত্তের গোল্ড ফিস, মিল্ক গাপ্পি, রোড সাট্টেল, হোয়াইট মলি, গাপ্পির কোবরা মাছ চাষ হ্যাচারী যান সেখানে মাছ গুলোর গুনগত মান দেখেন এবং সফল উদ্যোক্তা যুবক অনুপ দত্তকে সার্বিক সহযোগিতার আশ্বাস ও পরামর্শ প্রদান করেন। এরপর তিনি তার মেসার্স দত্ত পােল্ট্রি এ্যান্ড ডেইরি ফার্ম, গরুর খামার, ঘাস চাষ ক্ষেত, লিচু ক্ষেত ও লেবু ক্ষেত পরিদর্শন করেন।