মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৪:১২ পূর্বাহ্ন

কুড়িগ্রাম সীমান্তে লাগানো সিসি ক্যামেরা সরালো বিএসএফ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫

এফএনএস: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাঁশজানি সীমান্তের শূন্য রেখায় অবস্থিত ঝাকুয়াটারি মসজিদের পাশের গাছে লাগানো সিসি ক্যামেরাটি সরিয়ে ফেলেছে বিএসএফ। গত মঙ্গলবার রাতে ক্যামেরাটি খুলে ফেলে তারা। বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান। এর আগে, গত মঙ্গলবার দক্ষিণ বাঁশজানি সীমান্তের নো—ম্যান্স ল্যান্ডে আলমগীর হোসেনের বাড়ির আঙ্গিনায় সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দেড় ঘণ্টা ধরে বিজিবির সঙ্গে বিএসএফের পতাকা বৈঠক হয়। বৈঠকে সিসি ক্যামেরা খুলে নিতে সম্মতি জানায় বিএসএফ। মঙ্গলবারের পতাকা বৈঠকে বিজিবির পক্ষে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান এবং বিএসএফের পক্ষে ১৬২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডেন্ট অনিল কুমার মনোজ নেতৃত্ব দেন। গত রোববার রাতে অতি সঙ্গোপনে (গোপনে) বাংলাদেশ—ভারতের আন্তর্জাতিক সীমানা পিলার ৯৭৮ এর ৯ এস সাব পিলারের পাশের একটি মসজিদের পাশে নো—ম্যানস ল্যান্ডে গাছের ওপর সিসি ক্যামেরা লাগায় বিএসএফ। দেশ ভাগের আগে স্থাপন করা মসজিদটি দুই দেশের শূন্য রেখায়। মসজিদটিতে বাংলাদেশ ও ভারতের নাগরিকরা নামাজ পড়েন। সিসি ক্যামেরা লাগানোকে কেন্দ্র করে গত সোমবার দিনভর বিজিবি এবং বিএসএফের ক্যাম্প এবং কোম্পানি কমান্ডার পর্যায়ে কয়েক দফা পতাকা বৈঠক হয়। তবে তাতে কোনো সুরাহা না হওয়ায় গত মঙ্গলবার ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান জানান, পতাকা বৈঠকে মসজিদের পাশে লাগানো সিসি ক্যামেরাটি খুলে নিতে সম্মতি জানানোর পর তা খুলে নিয়েছে বিএসএফ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com