রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৮:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

আফগানিস্তানে মন্ত্রণালয়ে আত্মঘাতী হামলা, হতাহত ৪

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫

এফএনএস বিদেশ : আফগানিস্তানের নগর উন্নয়ন ও গৃহায়ন মন্ত্রণালয়ে আত্মঘাতী হামলায় একজন নিহত ও কমপক্ষে তিনজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার তালেবান সরকারের একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানি জানিয়েছে, আত্মঘাতী হামলাকারী মন্ত্রণালয়ে প্রবেশ করতে চেয়েছিল। এ সময় নিরাপত্তা বাহিনীর একজন তাকে গুলি করে। তারপর বিস্ফোরণের কারণে কাছে থাকা একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে আফগানিস্তানে সহিংসতার ঘটনা কমেছে। তবে ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠী প্রায়ই তাদের শাসনকে চ্যালেঞ্জ করে বন্দুক ও বোমা হামলা চালিয়ে আসছে। নাম প্রকাশ না করার শর্তে কাবুলের জরুরি হাসপাতালের একজন চিকিৎসক এএফপিকে বলেছেন, বিস্ফোরণের পর পাঁচ থেকে ছয়জনকে এখানে নিয়ে আসা হয়েছে। বৃহস্পতিবারের হামলার জন্য তাৎক্ষণিকভাবে কোনো পক্ষাই দায় স্বীকার করেনি। তবে ডিসেম্বরে তালেবান সরকারের শরণার্থীবিষয়ক মন্ত্রী খলিল উর—রহমান হাক্কানিকে আত্মঘাতী বোমা হামলা চালিয়ে হত্যার দায় স্বীকার করেছিল আইএস। বুধবার এই গোষ্ঠীটি উত্তর আফগানিস্তানের একটি ব্যাংকে হামলারও দাবি করেছে। যেখানে আটজন নিহত হয়। ২০২৩ সালে তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আইএসের হামলায় ছয়জন বেসামরিক নাগরিক নিহত হয়েছিল। ক্ষমতায় ফিরে আসার পর থেকে তালেবান সরকার নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছে এবং বিশ্লেষকরা বলছেন যে তারা ব্যাপক অভিযানের মাধ্যমে আইএসকে দমন করতে কিছুটা সাফল্য পেয়েছে। আফগানিস্তানে ইসলামিক স্টেট গ্রুপের আঞ্চলিক শাখা। যা ইসলামিক স্টেট খোরাসান নামে পরিচিত। এটি ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। সূত্র: এমএসএম

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com