কালিগঞ্জ প্রতিনিধি \ “ফুলের দেশে ফুলের মেলায়, আমরা রঙিন ফুল” মানুষ গড়ার এই স্বপ্নকে সামনে রেখে কালিগঞ্জে প্রত্যয় আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পিঠা উৎসব, চড়ুইভাতি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১০টায় স্কুলের ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুলের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন কালিগঞ্জ সরকারি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের প্রধান অধ্যাপক মোসলেম উদ্দিন। স্কুলের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল। বিশেষ অতিথির বক্তব্য রাঝেন থানা অফিসার ইনচার্জ হাফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার নন্দী, প্রত্যয় গ্রুপের চেয়ারম্যান আজগর আলী, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওঃ আনোয়ারুল ইসলাম, অধ্যাপক মহাসেন আলী, সাংবাদিক শেখ সাইফুল বারী সফু, শেখ আনোয়ার হোসেন, সুকুমার দাশ বাচ্চু প্রমুখ। সকাল থেকে শুরু হওয়া ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে। পাশাপাশি ঐতিহ্যবাহী পিঠা উৎসবে বিভিন্ন ধরনের সুস্বাদু পিঠার প্রদর্শনী ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিযোগিতা ও পিঠা উৎসব শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দিনব্যাপি এই আয়োজনে চড়ুইভাতির পর বিকেলে মোহনা শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে উৎসবের সমাপ্তি ঘটে।