কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাজার গ্রাম কমিউনিটি ক্লিনিক ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় বাজার গ্রাম কমিউনিটি ক্লিনিকের হলরুমে কমিটি ক্লিনিকের সভাপতি ও ইউপি সদস্য খায়রুল ইসলামের সভাপতিত্বে ও সিএইচসিপি সাইফুল ইসলামের সঞ্চালনায় পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কমিটির সদস্য ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সংরক্ষিত ওয়ার্ড সদস্য আকলিমা খাতুন লাকী, মাওঃ শেখ শাহজাহান আলম, শেখ মোজাফফর হোসেন, শেখ আব্দুল বারী, সিরাজুল ইসলাম, ব্রাকের স্বাস্থ্যসেবা ও পুষ্টি বিভাগের সমন্বয়কারী জাহিদুর রহমান প্রমূখ। সভায় কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।