মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৪:২৯ পূর্বাহ্ন

ট্রাম্পের কাছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ মোদীর

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

এফএনএস: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হিন্দুস্তান টাইমস সূত্রে জানা যায়, বৈঠকের পর ভারতীয় পররাষ্ট্রসচিব বিক্রম মিসরি সাংবাদিকদের জানান, দুই নেতার বৈঠকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। যদিও তিনি বিস্তারিত কিছু বলেননি। তবে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু স¤প্রদায়সহ অন্যান্যদের ওপর হামলার বিষয়ে ভারত বারবার উদ্বেগ প্রকাশ করে আসছে। এছাড়াও, বাংলাদেশ ও পাকিস্তানের সামরিক বাহিনীর মধ্যে দ্রুত সম্পর্ক বৃদ্ধি এবং বাংলাদেশের অন্তর্বতীর্কালীন সরকারের অংশ হিসেবে কিছু ছাত্র নেতার ভারতবিরোধী মন্তব্য নিয়েও ভারত সতর্কতা প্রকাশ করেছে। আন্তর্জাতিক সীমান্তের বাকি অংশে বেড়া নির্মাণে বাংলাদেশের বিরোধিতার বিষয়টিও ভারতের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। মিসরি বলেন, ভারত আশা করে যে বাংলাদেশের পরিস্থিতি এমন দিকে এগিয়ে যাবে, যেখানে উভয় দেশের মধ্যে গঠনমূলক ও স্থিতিশীল সম্পর্ক বজায় থাকবে। তিনি আরও যোগ করেন, পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে এবং প্রধানমন্ত্রী মোদী সেই মতামত প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনা করেছেন। সা¤প্রতিক সপ্তাহগুলোতে ভারত ও বাংলাদেশ উভয় দেশই বিভিন্ন বিষয়ে একে অপরের শীর্ষ কূটনীতিকদের তলব করেছে। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে যে ভারত থেকে ‘মিথ্যা ও বানোয়াট’ বিবৃতি দেওয়া হয়েছে। অন্যদিকে, ভারত ঢাকায় শেখ মুজিবুর রহমানের বাড়ি ধ্বংসের ঘটনার নিন্দা জানিয়েছে। ট্রাম্পের সঙ্গে মোদীর এই আলোচনা এবং উত্তেজনা দুই দেশের মধ্যকার সম্পর্কের জটিলতা এবং আঞ্চলিক স্থিতিশীলতার গুরুত্বকে তুলে ধরেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com