এফএনএস: রাজধানীর কামরাঙ্গীরচরে ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে আমানউল্লাহ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গত শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে কামরাঙ্গীরচর মনির চেয়ারম্যানের গলি, হারুন মিয়ার বাড়ির ভাড়া বাসায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আমানউল্লাহ স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র ছিল। নিহতের ফুপু মনি বেগম জানান, তাদের বাসা ভবনের দ্বিতীয় তলায়। বিকালে খেলার জন্য আমানউল্লাহ ছাদে উঠে যায়। অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে গেলে গুরুতর আহত হয়। পরে বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, কিছু দিন আগে আমানউল্লাহর মা আমেনা বেগম স্বামীর সঙ্গে ঝগড়া করে বাবার বাড়িতে চলে যান। তার বাবা ওমর ফারুক একবছর আগে দুবাই যান। এরপর থেকে আমানউল্লাহ ফুপুর কাছেই থাকতো। আর তার বড় বোন ফারহানা আক্তার (১০) মায়ের সঙ্গে নানাবাড়িতে রয়েছে। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক জানান, নিহতের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। নিহত আমানউল্লাহ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের দুবাই প্রবাসী ওমর ফারুকের ছেলে। এক ভাই, এক বোনের মধ্যে সে ছিল ছোট।