মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৪:৪৫ পূর্বাহ্ন

চলতি মাসেই পদত্যাগ করতে পারেন উপদেষ্টা নাহিদ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

এফএনএস: নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হতে চলতি মাসেই পদত্যাগ করতে পারেন তথ্য ও স¤প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি নিজেই একথা জানিয়েছেন, দল গঠনের প্রক্রিয়ায় যোগ দিতে কয়েকদিনের মধ্যেই তিনিসহ উপদেষ্টা হিসেব দায়িত্ব পালন করা শিক্ষার্থী প্রতিনিধিরাও পদত্যাগের ঘোষণা দিতে পারেন। সরকারি চাকরিতে ‘কোটা ব্যবস্থা’ সংস্কারের দাবিতে আন্দোলন থেকে দানা বাঁধা আন্দোলনে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর দেশ পুনর্গঠনে ঐকমত্য তৈরির লক্ষ্যে গত সেপ্টেম্বর মাসে শিক্ষার্থীরা গঠন করেন ‘জাতীয় নাগরিক কমিটি’। তাদের উদ্যোগেই গঠন হচ্ছে নতুন রাজনৈতিক দল। আর এই নতুন দলের আনুষ্ঠানিক ঘোষণা আসবে চলতি ফেব্রুয়ারি মাসেই। একাত্তর টিভিকে দেওয়া সাক্ষাৎকারে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ছাত্রদের বা গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারীদের নেতৃত্বে একটা নতুন রাজনৈতিক দলের পরিকল্পনা বা আলোচনা রয়েছে। সেই দলে অংশ নিতে হলে সরকারে থেকে সেটি সম্ভব নয়। আমি আগেই বলেছিলাম, সেই দলে আমি যেতে চাইলে সরকার থেকে পদত্যাগ করবো। আমরা চিন্তাভাবনা করছি। আমি ব্যক্তিগতভাবেও চিন্তাভাবনা করছি। যদি মনে করি, সরকারের থেকে আমার মাঠে যাওয়া, জনগণের সাথে কাজ করা বেশি জরুরি। মনে হয় আমি সরকার ছেড়ে দেবো এবং সে দলের প্রক্রিয়ায় যুক্ত হবো। ঘোষণা এসেছে দলটি এ মাসেই হবে উল্লেখ করে তিনি আরও বলেন, আর কয়েকদিনের মধ্যেই একটা চূড়ান্ত সিদ্ধান্ত সবাই জানতে পারবেন। রাজনৈতিক দল গঠন আর ভোটের রাজনীতি যে ভিন্ন বিষয়, তা জেনেই তারা মাঠে নামছেন বলেও জানান নাহিদ ইসলাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com