শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও অসদাচরণের অভিযোগ শিক্ষক—কর্মচারীর আশাশুনি যুব দলের প্রস্তুতি সভা ও ইফতার মাহফিল আশাশুনি সদরের ধান্যহাটি কমিউনিটি ক্লিনিকে চুরি সাতক্ষীরায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সিভিল সার্জনের প্রেস ব্রিফিং তালায় দশম শ্রেনীর ছাত্রীর চিরকুট লিখে আত্নহত্যা আটুলিয়ায় যাকাত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত আশাশুনি ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সুন্দরবনে অভয়ারণ্যে এলাকায় মাছ ধরার অপরাধে ট্রলার সহ ৪ জেলে আটক ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে সাংবাদিকদের অবহিতকরণ সভা জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে জেলা পর্যায়ে অবহিতকরণ সভা

ইউরোপকে ‘ন্যাটোতে আরো বৃহত্তর ভূমিকা নিতে হবে’ : স্টারমার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

এফএনএস বিদেশ : যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার গত শনিবার বলেছেন, ইউরোপকে ‘ন্যাটোতে আরো বৃহত্তর ভূমিকা নিতে হবে’ এবং ‘ইউক্রেনের ভবিষ্যত সুরক্ষিত করতে’ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কাজ করতে হবে। লন্ডন থেকে এএফপি জানায়, সোমবার প্যারিসে ইউরোপীয় নেতাদের প্রত্যাশিত এক সমাবেশের আগে তিনি এ মন্তব্য করেছেন। যদিও ফ্রান্স এখনো বৈঠকের বিষয়টি নিশ্চিত করেনি। বিষয়টির সাথে সংশ্লিষ্ট একজন ব্রিটিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে জানান, সম্মেলনটিতে স্টারমার যোগ দেবেন। ব্রিটেনের নেতা এক বিবৃতিতে বলেছেন, ‘আমাদের জাতীয় নিরাপত্তার জন্য এটি এমন একটি মুহূর্ত যেখানে আমরা আজকের বিশ্বের বাস্তবতা এবং রাশিয়ার কাছ থেকে আমরা যে হুমকির মুখোমুখি হচ্ছি তা জড়িত।’ ‘এটা স্পষ্ট যে ইউক্রেনের ভবিষ্যৎ সুরক্ষিত করতে এবং রাশিয়ার কাছ থেকে আমরা যে হুমকির মুখোমুখি হচ্ছি তা মোকাবেলা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কাজ করার সময় ইউরোপকে ন্যাটোতে আরও বৃহত্তর ভূমিকা নিতে হবে।’ স্টারমার খুব শিগগির ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করবেন বলে আশা করা হচ্ছে, তিনি আরো বলেন, যুক্তরাজ্য ‘মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপকে একসাথে রাখার জন্য কাজ করবে।’ তিনি বলেন, ‘আমরা যে বহিরাগত শত্রুর মুখোমুখি হচ্ছি, তা থেকে মনোযোগ সরিয়ে নিতে জোটের কোনো বিভাজনকে আমরা অনুমোদন করতে পারি না।’ মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের এক সতর্ক বার্তার পর স্টারমারের এ মন্তব্য আসে। হেগসেথ শুক্রবার সতর্ক করেন ইউরোপকে তার প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি করতে হবে। কারণ, তারা এটা ধরে নিতে পারে না যে এ মহাদেশে আমেরিকান সৈন্যদের উপস্থিতি ‘চিরকাল স্থায়ী’ থাকবে। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের অবসান ঘটাতে যেকোনো আলোচনায় ইউরোপীয় নেতারা জোর করে টেবিলে বসার জন্য তৎপর হওয়ার এই সময়ে তারা এই পদক্ষেপ নিচ্ছে। এই সপ্তাহে ট্রাম্প যখন ঘোষণা করেন যে তিনি শিগগির রাশিয়ার নেতা ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করে সঙ্ঘাতের অবসান ঘটাতে আলোচনা শুরু করবেন। এতে করে স্থিতাবস্থা পরিবর্তন ঘটে। কারণ, এর ফলে ইউরোপে মার্কিন মিত্ররা ইউক্রেনসংক্রান্ত যেকোনো চুক্তিতে তাদের স্বার্থকে উপেক্ষা করার আশঙ্কা করেন। চলমান মিউনিখ নিরাপত্তা সম্মেলনে এই বিষয় প্রাধান্য পেয়েছে। ঊর্ধ্বতন ইউরোপীয় কর্মকর্তারা, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ন্যাটো প্রধান মার্ক রুট এবং মার্কিন ভাইস—প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সম্মেলনে উপস্থিত ছিলেন। রুট বলেন, প্যারিসে পরিকল্পিত বৈঠকে প্রতিরক্ষা ব্যয় এবং পরিকল্পনার উপর আলোকপাত করা হবে, যাতে ‘ইউক্রেনে একটি চুক্তি হলে আমরা সম্পূর্ণ স্পষ্টতা পাই যে ইউরোপ কী অবদান রাখতে পারে।’ ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রেঁার কার্যালয়ের একজন মুখপাত্র এএফপিকে বলেছেন, ‘সম্ভাব্য অনানুষ্ঠানিক বৈঠক নিয়ে আলোচনা চলছে’। সূত্র : এএফপি/বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com