বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি \ গতকাল রবিবার বেলা ১২টার সময় খুলনা বটিয়াঘাটা উপজেলা পরিষদ চত্বরে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে লিখিত বক্তব্য পাঠ করেন, মোঃ সোবহান মোল্লা, আবু বক্কার মোল্লা, রবিউল শেখ, রেজাউল করিম, নূরনবী, বক্তব্যে রাখেন বক্তব্যে তাহারা বলেন ৬নং বালিয়াডাঙ্গা ইউনিয়নের ভাদাইলবুনিয়া গ্রামের, আশ্রয় কেন্দে্রর বাসিন্দাদের জন্য ২০০১ সাল থেকে ১৩০ টি পরিবার দীর্ঘদিন যাবত বসবাস করে আসিতেছে সরকারের পক্ষ থেকে দেওয়া এই আশ্রান প্রকল্পের ঘর আমাদেরকে বুঝিয়ে দেওয়ার পর আমরা সেখানে বসবাস করছি। আমাদেরকে কবরস্থানের জন্য একটি জায়গা নির্ধারণ করে দেওয়া হয়। আমাদের ভিতরে কেউ মারা গেলে তাকে সেখানে দাফনের ব্যবস্থা করা হয়। আমাদের আইল সীমানা ভিতরে ঢুকে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ৬নং বালিয়াডাঙ্গা ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক আছিবুর রহমান আশিক জোরপূর্বক কবরস্থানের জায়গাটি দখল করে বসে আছে। আমরা কিছু বলতে গেলে আমাদেরকে বিভিন্ন ধরনের ভয়—ভীতি হুমকি হামলা মামলার হুমকি প্রদান করে। আমরা এজন্য আইনের আশ্রয় গ্রহণ করতে বাধ্য হলাম। আমরা যাতে কবরস্থানের জায়গাটি ফিরে পেতে পারি তার জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বটিয়াঘাটা সেনাবাহিনী ক্যাম্পে আমরা দুইটি অভিযোগ দায়ের করিয়াছি।