বুধবার, ১২ মার্চ ২০২৫, ১০:৩০ পূর্বাহ্ন

গাইবান্ধায় পিকআপ ভ্যান ও বাইকের ধাক্কা, নিহত ৩

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

এফএনএস: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় পিকআপ ভ্যানের চালক ও তার সহকারী এবং এক মোটরসাইকেল আরোহীর প্রাণ গেছে। গত শনিবার রাত ১১টার দিকে ঢাকা—রংপুর মহাসড়কের চাপড়ীগঞ্জ এলাকায় এবং রাত সাড়ে ৮টার দিকে একই মহাসড়কের ফাঁসিতলার ১৮ মাইল এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার গছিডাঙ্গা গ্রামের জহুরুল ইসলামের ছেলে পিকআপ ভ্যানের চালক আশরাফুল আলম (৩৫), তার সহকারী একই উপজেলার ছোট কাটামারি গ্রামের আনোয়ার হোসেন মিলুর ছেলে জিহাদ হোসেন (২১) ও গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের মোঘলটুলী গ্রামের হাসেন আলীর ছেলে মোটরসাইকেল আরোহী তারাজুল ইসলাম তারা (৩৫)। তিনটি মরদেহ পরিবারের কাছে হস্থান্তর করা হয় বলে জানিয়েছে পুলিশ। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফ্ফর হোসেন বলেন, “ঢাকা—রংপুর মহাসড়কের চাপড়ীগঞ্জ এলাকায় গত শনিবার রাত ১১টার দিকে ঢাকামুখী সবজিবোঝাই একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। “এ সময় পেছনে থাকা মায়ের আর্শিবাদ নামে একটি যাত্রীবাহী বাস পিকআপ ভ্যানটির পেছনে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানে থাকা চালকের সহকারী জিহাদ হোসেন ঘটনাস্থলেই মারা যান।” খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুমূষুর্ অবস্থায় চালক আশরাফুল আলমকে উদ্ধার করে। পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান বলে জানান এ পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, “এছাড়া একই মহাসড়কের ফাঁসিতলার ১৮ মাইল এলাকায় রাত সাড়ে ৮টার দিকে ওই এলাকায় সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী তারাজুল ইসলাম তারা মারা যান।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com