রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৭:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

কালিগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে প্রস্তুতি সভা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের সভাপতিত্বে তারই সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, থানা অফিসার ইনচার্জ হাফিজুর রহমান, মৎস্য কর্মকর্তা তৌকিক আহমেদ, প্রাথমিক শিক্ষা কর্মকতার্ আশিষ কুমার নন্দী, মহিলা বিষয়ক কর্মকর্তা অণার্ চক্রবর্তী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল হোসেন কৃষি স¤প্রসারণ কর্মকর্তা মানবিকা শীল, উপজেলা বিএনপি‘র সাবেক সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড়, মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শফিউল্লাহ, প্রধান শিক্ষক আল—আমিন, সাংবাদিক সুকুমার দাশ বাচ্চু, ক্রীড়া শিক্ষক সৈয়দ মাহমুদুর রহমান, সহকারী শিক্ষক আব্দুল আলিম, ছাত্র সমন্বয়ক রাকিবুজ্জামান রাকিব ও আমির হামজা প্রমুখ। সভায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে সোহরাওয়ার্দী পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ। সকালে প্রভাতফেরীসহ শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হবে। এর আগে ২০ ফেব্রুয়ারি বেলা ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাথীদের অংশগ্রহনে সুন্দর হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। মাধ্যমিক ও কলেজ পর্যায়ে রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও বিজয়ী শিক্ষাথীদের পুরস্কার প্রদান করা হবে। আলোচনা সভায় একুশে ফেব্রুয়ারির তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, এই দিনটি আমাদের ভাষার জন্য আত্মত্যাগের অনন্য দৃষ্টান্ত। তাঁরা আশা প্রকাশ করেন, দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হবে এবং তরুণ প্রজন্ম ভাষা শহীদদের আত্মত্যাগের ইতিহাস থেকে অনুপ্রেরণা লাভ করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com