তালা প্রতিনিধি \ অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে তালায় অভিযান চলাকালীন জেলা আ.লীগের উপ—প্রচার সম্পাদক প্রণব ঘোষ বাবলুকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার সকালে তালার মাঝিয়াড়া এলাকার মুক্তিযোদ্ধা কলেজ মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রণব ঘোষ বাবলু তালা উপজেলার খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আ.লীগের উপ প্রচার সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। খলিলনগর ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা জানান, আ.লীগ সরকারের সময় দখলবাজি, চাঁদাবাজি, ক্রসফায়ারের ভয় দেখিয়ে টাকা আদায়সহ নিরীহ মানুষের মামলায় জড়িয়ে হয়রানি করতো। এছাড়া চরমপহ্নি দলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান জানান, চাঁদাবাজি মামলায় প্রণব ঘোষ বাবলুকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।