রমজান মাসের দিন গুলোতে বাজার ব্যবস্থা নিয়ন্ত্রনের বিকল্প নেই। আমাদের দেশের জনসাধারনের উলেখযোগ্য অংশ মধ্যবিত্ত এবং সাধারন শ্রেনি। নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর মূল্য বৃদ্ধির পাগলা ঘোড়া ছুটছে তো ছুটছেই। সবজি বাজার হতে শুরু করে নিত্য পণ্যের বাজার উর্ধমুখি, বর্তমান সময় রমজান মাস চলছে আজ রোজার হিসাব নয়, গত আটদিন যাবৎ বাজার ব্যবস্থায় উর্ধমুখিতা জনসাধারনের জীবন যাত্রাকে ছন্দপতন করে চলেছে। বাংলাদেশ আবহমানকাল যাবৎ কৃষি প্রধান দেশ হিসেবে পরিচিত এদেশের আবহাওয়া জলবায়ূ, ভূ-প্রকৃতি সবই কৃষি এবং কৃষি উৎপাদনের জন্য উপযোগী, কিন্তু কৃষি পণ্যের মূল্য বৃদ্ধির পাগলা ঘোড়া ছুটে চলেছে। রমজান মাস কেবল মাত্র দিনের বেলায় পানাহার হতে বিরত থাকা নয়, সব ধরনের সংযোম এবং রোজার মহত্বতা রক্ষা করা, রোজা কেবল মাত্র দিন ব্যাপী পানাহার হতে বিরত থাকা নয়, চোখের সংযম, হাতের সংযম, পায়ের সংযম, মন মানসিকতার সংযম এক কথায় অন্যায়, অত্যাচার, অবিচার সহ সব ধরনের অনৈতিক কাজ হতে বিরত থাকা বা বিরত রাখা। পবিত্র রমজান মাসের দিনগুলোতে আলাহর নৈকট্য লাভ আর সোয়াব অর্জনের জন্য ধর্মপ্রান মুসলমানরা বিশেষ ভাবে প্রার্থনা করেন। সে রমজান মাসে এক শ্রেনীর অসাধু ব্যবসায়ীরা পণ্য সামগ্রীর মূল্য বৃদ্ধির অসম প্রতিযোগিতায় নেমেছে যা রমজানের শিক্ষার বিপরীত। পবিত্র রমজান মাস গুনাহ মাফের মাস, আলাহর নৈকট্য লাভের মাস আর সেই সুমহান আর পবিত্র মাসের দিন গুলোতে নিত্য পন্যের মূল্য বৃদ্ধির সাথে জড়িত থাকা কতটুকু গুনাহের কাজ, অনৈতিক কাজ, পবিত্র রমজান মাসের রোজাদারদের কষ্ট লাঘবে বিশেষ করে বাজার ব্যবস্থা স্থিতিশীল করনে আমরা আমাদের অবস্থান হতে ভূমিকা রাখতে পারি।