স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমদ রবি গতকাল শহরের তুফান কনভেনশন সেন্টারে ইফতার মাহফিলের আয়োজন করে। উক্ত ইফতার মাহফিলে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, ব্যবসায়ি, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনীপেশার প্রতিনিধিরা দাওয়াতি অতিথি হিসেবে ইফতারে অংশ নেন। ইফতার মাহফিলে অংশ নেন সাতক্ষীরার বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ বিশিষ্ট কবি শেখ মফিজুর রহমান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হুমায়ুন কবির সহ অপরাপর বিচারকগন, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম বার, সাবেক মন্ত্রী আফতাবুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আরিফুর রহমান, অতি: জেলা ম্যাজিস্ট্রেট রেজা রশিদ, সিভিল সার্জন ডাঃ হুসাইন সাফায়াত, অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান, সদর সার্কেল মীর আসাদুজ্জামান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম আব্দুলাহ আল মামুন, দৃষ্টিপাত সম্পাদক ও প্রকাশক জিএম নূর ইসলাম, জেলা পুলিশিং ফোরামের সভাপতি আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, বিশিষ্ট ব্যবসায়ী খলিলুলাহ ঝড়–, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুস সবুর, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজাহার হোসেন, সম্পাদক আশরাফুজ্জামান আশু, সাবেক অধ্যক্ষ লিয়াকত পারভেজ, আফজাল হোসেন, সিটি কলেজ অধ্যক্ষ আবু সাঈদ, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ জোহরা, সদর ওসি মোহাম্মদ গোলাম কবির, ওসি অপারেশন তারেক, ডাঃ আজিজুর রহমান, ডা: মনোয়ার হোসেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমদ বাপ্পী, সম্পাদক মোহাম্মদ আলী সুজন, সিনিয়র সাংবাদিক কল্যান ব্যানার্জী, প্রাক্তন সম্পাদক এম কামরুজ্জামান, মোজাফফর হোসেন, দৃষ্টিপাত নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্যা, আজকের সাতক্ষীরার নির্বাহী সম্পাদক জাহাঙ্গীর আলম কবির, এমপি পুত্র মীর তানজীর আহমদ, পৌরসভার প্যানেল মেয়র কাজি ফিরোজ হাসান, জেলা সমাজসেবা উপপরিচালক সন্তোষ কুমার নাথ, প্রকৌশলী সফিউল আযম, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, শ্রমিক নেতা প্রকৌশলী শেখ তৌহিদুর রহমান ডাবলু, জেলা কৃষকলীগের রেজাউল ইসলাম, কল্যানের জেলা প্রতিনিধি সাংবাদিক কাজি শওকত হোসেন ময়না, দৃষ্টিপাত চীফ রিপোর্টার মাছুদুর জামান সুমন, সাংবাদিক মহিদার রহমান, জেলা পাবলিক লাইব্রেরীর সম্পাদক কামরুজ্জামান রাসেল, ব্যবসায়ী নেতা আব্দুর রহিম বাবু, আ’লীগ নেতা জিয়াউর বিন সেলিম যাদু, জেলা ছাত্রলীগের সহসভাপতি কাজি হাশিম উদ্দীন হিমেল প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন কোর্ট মসজিদের পেশ ইমাম হাফেজ কারী শেখ ফিরোজ আহমেদ। ইফতার মাহফিল পূর্বে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমদ রবি এমপি আগত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন, জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকারের উন্নয়নে সকলকে এগিয়ে আসার এবং একযোগে কাজ করার আহবান জানান। তিনি আগত অতিথিদের স্বাগত জানান, এবং নিজ হাতে ইফতারী পরিবেশন করেন।