রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:২৩ পূর্বাহ্ন

গোলাপ অঞ্চলের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

আঞ্চলিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে গোলাপ অঞ্চল (খুলনা ও বরিশাল বিভাগ) এর ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠান বুধবার সকালে খুলনা জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চলের পরিচালক প্রফেসর মোঃ ওমর ফারুক। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের উপপরিচালক মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশালের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোঃ রফিকুল ইসলাম, উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন ও যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ক্রীড়া কর্মকর্তা অ. ফ.ম আসাফু দৌলা টিটো। অনুষ্ঠানে অতিথিরা বলেন, সুস্থ থাকতে হলে খেলাধুলায় সম্পৃক্ত হতে হবে। খেলাধুলা শিক্ষার্থীদের নৈতিকতা ও দেশপ্রেমের শিক্ষা দেয়। এর মাধ্যমে একে—অপরকে জানা, ভালোবাসা, সৌহার্দ্য ও সম্প্রীতির সম্পর্ক তৈরি হয়। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি গুরুত্ব দেওয়া প্রয়োজন। ক্রীড়া চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা সুঠাম স্বাস্থ্যের অধিকারী হওয়ার সুযোগ পায়।—তথ্য বিবরণী

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com